<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) আমির সালমানের নেতৃত্বে অভিযানে জব্দ করা বালুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নিলামে ৪৭ জন অংশ নেন। বালুর ন্যূনতম বাজারমূল্য ধরা হয় এক কোটি ৭৬ লাখ ৫২ হাজার ৫২৭ টাকা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে এটি গিয়ে দাঁড়ায় সাত কোটি ২৭ লাখ ২৯ হাজার টাকায়। ১৫% ভ্যাট ও ১০% আয়করসহ বালু বিক্রি বাবদ সরকারি রাজস্ব আদায় হবে ৯ কোটি ৯ লাখ ১১ হাজার ২৫০ টাকা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১১ জন ডাককারীর মধ্যে দুজন ডাক মূল্যের সম্পূর্ণ পরিশোধ করেছেন। নিলাম বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী ডাকের ২৫% অর্থ ডাককারীরা চালানের মাধ্যমে জমা দিয়েছেন। অবশিষ্ট টাকা ২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জমা দিলে বালু বিক্রির কার্যাদেশ দেওয়া হবে। নিলামের সময় ইউএনও রুবাইয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন। উপজেলা সেনাক্যাম্পের কমান্ডার মেজর শরিফ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলা পরিষদসহ পৌর এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বিধান করে। সংবাদ বিজ্ঞপ্তি</span></span></span></span></p>