<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পালিয়ে যাওয়ার দুদিন পর ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ আত্মসমর্পণ করেছেন। গতকাল ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, ১৬ নভেম্বর হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফুর ইসলাম আরিফকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন সন্ধ্যায় তিনি আদালত থেকে পালিয়ে যান। সে সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। তবে তাদের চোখ ফাঁকি দিয়ে ওই আসামি পালিয়ে যান। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগ বাদী হয়ে এ মামলা করেন। একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে সিরাজ ও কাজল নামের দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।</span></span></span></span></p>