<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুরঘাট সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে। এ সময় নতুন করে ইস্টার্ন রিফাইনারির ইউনিট-২ নির্মাণ করারও ঘোষণা দেন তিনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন উপদেষ্টা। এর আগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন করেন তিনি। পরে দুপুরে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশে জ্বালানি তেলের চাহিদা দিন দিন বাড়ছে। দেশে বর্তমানে বছরে পরিশোধিত-অপরিশোধিত মিলে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার বেশির ভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানির কারণে বছরে লাখ লাখ ডলার বৈদেশিক মুদ্র হারাচ্ছে সরকার। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপদেষ্টা আরো বলেন, সংকটের কারণে প্রতিবছর ছয় হাজার কোটি টাকার গ্যাস আমদানি হয়।</span></span></span></span></p>