<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তীক্ষ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"></span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> মেধা ও প্রতিভার অধিকারী জাতীয় নেতা শেরেবাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী আজ। বাংলার অবিসংবাদিত এই নেতার জন্ম দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। গোপালগঞ্জে সংগঠনের জেলা শাখার এবং রাজধানীতে মিরপুর থানা শাখার উদ্যোগে শেরেবাংলার জীবনীভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত :</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর এ কে ফজলুল হক বর্তমান ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। বাংলার অবিসংবাদিত এই নেতার জন্ম দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="এ কে ফজলুল হকের জন্ম দিবসে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা" height="61" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/27-10-2024/kk-17a--27-10-24.jpg" style="float:right" width="450" />গতকাল শনিবার সকাল ১০টায় জেলার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘেনাশুর গ্রামে অবস্থিত এ কে এম সারোয়ারজান বিশ্বাস কলেজের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বিশ্বাস, প্রভাষক নাজমুল হুসাইন, পলাশ মল্লিক ও রাবেয়া জামান, গোপালগঞ্জ রিজেন্ট কলেজের প্রভাষক মুজাহিদুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক তূর্জ রহমানসহ আরো অনেকে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার জন্য এবং সাধারণ জ্ঞানের ভাণ্ডার আরো সমৃদ্ধ করার জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির শারমিন খানম, দ্বিতীয় হন একাদশ শ্রেণির ফয়সাল শেখ এবং দ্বাদশ শ্রেণির সুমাইয়া আক্তার প্রিন্সিলা তৃতীয় স্থান অধিকার করেন। বিজয়ীদের মহামূল্যবান বই উপহার দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে বাংলার অবিসংবাদিত এই নেতার জন্ম দিবস উপলক্ষে রাজধানীতে সংগঠনের মিরপুর থানা শাখার উদ্যোগে শেরেবাংলার জীবনীভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সকাল ১১টায় রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনের গোয়ালবাড়ী এলাকায় বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাসে সংগঠনের শিক্ষার্থী সদস্যদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য রুফাইদা আক্তার, রাফিয়া তাসনিম, ফৌজিয়া ফায়সাল ফ্লোরা, উম্মে রায়হান তাহেরা, মোসা. বনি আক্তার (কথা), স্বপ্না আক্তার সুমাইয়া, নাবিহা নাওয়াল, রিফাহ নানজিবা আবিকা, ওয়ালি উল্লাহ খান, সাকিব সাদমান তাহসিন, নাজমুল হাসান মারুফ, সজিবুল ইসলাম মোহসিন, শেখ মুহাম্মদ ফারদিন, আব্দুল্লাহ আল রাজিন, ইমতিয়াজ মাহিম, ইশান আহমেদ প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে নটর ডেম কলেজের শিক্ষার্থী শেখ মুহাম্মদ ফারদিন, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ওয়ালী খান ইউসুফযাই ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজিন। বিজয়ীদের মহামূল্যবান বই উপহার দেওয়া হয়।</span></span></p>