<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশালে কবি জীবনানন্দ দাশের পৈতৃক ভিটা উদ্ধার করে সেখানে তাঁর নামে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। কবির ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় বরিশালের কবি ও সংস্কৃতিকর্মীরা এই দাবি জানান। গতকাল মঙ্গলবার সকালে বরিশাল নগরীর জীবনানন্দ দাশ সড়ক এলাকায় কবির পৈতৃক ভিটার একাংশে নির্মিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও লাইব্রেরিতে সভাটি অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদের বরিশাল শাখা এবং প্রগতি লেখক সংঘ আয়োজিত কবি জীবনানন্দ দাশ স্মরণানুষ্ঠানে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবি ৭০ বছর আগে ট্রাম দুর্ঘটনায় মারা যান। কিন্তু যত দিন যাচ্ছে, কবি জীবনানন্দ দাশ আলোচনা ও স্মরণে আরো আমাদের কাছে উপস্থিত হচ্ছেন। বরিশালের এখানেই কবির পৈতৃক ভিটা সর্বানন্দ ভবন ছিল, যার একাংশে একটি অসম্পূর্ণ লাইব্রেরি হয়েছে। কবির নামে এখানে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি আমরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>