<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন পরিচয় নিয়ে ঢাকায় ফিরে এসেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি কম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। এই পরিচয়ে তিনি চলতি সপ্তাহে ঢাকায় ফিরেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবার জ্বালানি কম্পানিটির প্রতিনিধিদল নিয়ে পিটার হাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও অংশ নেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন কম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোস। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২২ সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসেন পিটার হাস। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি তাঁর ভূমিকা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সমালোচনার মুখে পড়েন। গত ২২ জুলাই ঢাকা মিশন থেকে বিদায় নেন তিনি। এরপর ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে কর্মজীবনের ইতি টানেন। তিন দিন পর ১ অক্টোবর তিনি জ্বালানি কম্পানিটির উপদেষ্টা হিসেবে নতুন কর্মজীবন শুরুন করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>