<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনাসভা, ক্রেস্ট বিতরণ, কেক কাটাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। নেত্রকোনার কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেছেন সংগঠনটির সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt=" বীজ বিতরণ" height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/09.September/29-09-2024/mk/kk-2-2024-09-30-15a.jpg" style="float:left" width="300" />ময়মনসিংহ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনাসভা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, ক্রেস্ট বিতরণ, কেক কাটাসহ  নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এক বছরের জন্য বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ। উদ্বোধক ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আফছার। বক্তব্য দেন শিক্ষক মো. আতিকুর রহমান, মো. আমিনুল ইসলাম, সাংবাদিক নিয়ামুল কবীর সজল, শিক্ষার্থী উপদেষ্টা জোনায়েদ আহমেদ তন্ময়, হাফিজা আক্তার অনি, ঘাসফুলের সভাপতি আব্দুল্লাহেল কাফি, ডিবেটিং ক্লাবের সভাপতি তানজিল আহামেদ, শুভসংঘের পূজা চক্রবর্তী লাবণ্য, সানাউল হক স্বাধীন, নাজমুল হক টিটু ও আশা মণি। সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে সৈয়দ নাফিউল হাসান মুবিনকে সভাপতি এবং পূজা চক্রবর্তী লাবণ্যকে সাধারণ সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার এক বছরের কমিটি ঘোষণা করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলমাকান্দা (নেত্রকোনা) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে গতকাল শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ব্যস্ততার কারণে থাকতে পারেননি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন, সহসভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রূপক সরকার, রুবেল মিয়া, হানিফ হোসেন, শাহজাহান সাজু, নয়ন মিয়া, সুনিল মারাক প্রমুখ।</span></span></span></span></span></p>