<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান বলেছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর কারামুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা পুলিশের নজরদারিতে আছেন। নতুন করে অপরাধে যুক্ত হলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ওয়ালটন আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভাল ২০২৪</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে উদ্বোধনী বক্তব্যে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএমপি সব সময়ই ক্রাইম রিপোর্টারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ডিএমপি কমিশনার বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকার বদলের প্রেক্ষাপটে অনেক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়েছেন। তাঁদের পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে তিনি বলেন, যাঁরা এরই মধ্যে মুক্তি পেয়েছেন, তাঁরা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছেন। তাঁরা আমাদের নজরদারিতে আছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্লগার রাজীব হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী গত ২৬ আগস্ট জামিনে মুক্তি পান। এ ছাড়া শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম, সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন, আব্বাস, টিটন, পিচ্চি হেলাল, ফ্রিডম রাসুর মতো শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে মুক্ত হয়েছেন। হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন তাঁরা কারাগারে বন্দি ছিলেন। পুলিশে এখনো যোগ না দেওয়া সদস্যদের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, যাঁরা যোগদান করেননি, সেই সংখ্যাটা খুবই অল্প। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাজ চলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সব থানার কার্যক্রম চলছে। তিন থেকে চারটি থানার মেরামতকাজ চলমান, আগামী ৪ থেকে ৫ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে।</span></span></span></span></p>