<p>ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল শুরু হয়। মিছিলটি শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এসে শেষ হয়। এদিকে এই কর্মসূচি ঘিরে সংঘর্ষের আশঙ্কায় বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ চেক করে পুলিশ। সমাবেশে বৈষম্যবিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা বলেন, ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের ফাঁসি চাই। সরকারের কাছে দাবি জানিয়ে নেতারা বলেন, ‘আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাননি। ভারতের কাছে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।’ জানতে চাইলে খিলগাঁও জোনের সহকারী কমিশনার (প্যাট্রল) কাজী ওয়াজেদ বলেন, মুসল্লিদের বিক্ষোভকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। গত শুক্রবার একটা ঝামেলা হয়েছে। এ ছাড়া ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা ছিল। এদিকে কটূক্তির প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার, মুন্সীগঞ্জ, ফরিদপুর, নড়াইল, কিশোরগঞ্জের ভৈরব, ফরিদপুরের সালথা ও বাগেরহাটের শরণখোলায় সমাবেশে, মিছিল, পথসভা অনুষ্ঠিত হয়েছে।</p> <p> </p>