<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের চিকিৎসা আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশে আসা চীনের মূল্যায়নকারী চিকিৎসকদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মো. হেলাল উদ্দীন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ সরকারের আমন্ত্রণে অল্প সময়ের মধ্যে চীনের মূল্যায়নকারী চিকিৎসকদের এই দলটি বাংলাদেশে এসেছে জানিয়ে হেলাল উদ্দীন বলেন, গত ২৩ সেপ্টেম্বর থেকে দলটি পাঁচটি হাসপাতাল পরিদর্শন করে। এই সময়ে তারা ১৬০ জন আহতকে দেখেছে। এর মধ্যে ১০৫ জনের মেডিক্যাল রেকর্ড পরীক্ষা করেছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হেলাল উদ্দীন জানান, গুরুতর আহত তিনজনের মধ্যে দুজন আইসিইউতে আছেন, একজন চোখে গুরুতরভাবে আহত হয়েছেন। আরো কয়েকজন নার্ভ ইনজুরড রয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীন থেকে আসা দলটি মূলত অ্যাসেসমেন্ট টিম (মূল্যায়নকারী দল)। তারা গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটি পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট রিপোর্ট (প্রতিবেদন) পাঠাবে। তাদের প্রতিবেদন ও পরামর্শে আহতদের ব্যাপারে পদক্ষেপ নেব। চীনের বিশেষজ্ঞদের দেশে এনে অথবা যদি আমাদের মেডিক্যাল যন্ত্রপাতি বা দক্ষতার ঘাটতি থাকে, তাহলে আহতদের বিদেশে পাঠানোর চিন্তা-ভাবনা চলছে। প্রাথমিক চেষ্টা থাকবে গুরুতর আহতদের যাতে বাংলাদেশে সুচিকিৎসা করা যায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ঘাটতি থাকবে না বলে জানান হেলাল উদ্দীন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</span></span></span></span></p>