<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরগুনার আমতলী পৌরসভার ব্যস্ততম পল্লবী (লেকপারের) সড়কটি সংস্কারের অভাবে ভেঙে পার্শ্ববর্তী লেকের পানিতে বিলীন হয়ে যাচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে ভাঙনে পুরো সড়ক লেকের পানিতে ধসে পড়ে দুটি ওয়ার্ড ও বিদ্যালয়গামী শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার পৌরবাসীর চলাচলে দুর্ভোগ পোহাতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি একে স্কুল-বটতলা পর্যন্ত পৌনে এক কিলোমিটার পল্লবী সড়কটি ২০১৬ সালে নির্মাণ করা হয়। এই সড়কের পাশেই রয়েছে আমতলী সরকারি একে হাই স্কুল এবং একে হাই স্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। সড়কের উত্তর প্রান্তে রয়েছে পৌর ভবন। দক্ষিণ প্রান্তে রয়েছে আমতলী-ঢাকা মহাসড়ক। পূর্ব প্রান্তে রয়েছে একটি সরকারি পুকুর। ওই সড়কের পশ্চিম পাশে রয়েছে ৩২ একরের বিশাল একাটি লেক। সড়কটি নির্মাণের সময় পানির ঢেউয়ের ভাঙনের হাত থেকে সড়ক রক্ষার জন্য আংশিক জায়গায় সিমেন্টের স্লাব ও খুঁটি দিলেও অনেক জায়গায় তা না দেওয়ায় চলতি বর্ষা মৌসুমে তালগাছসহ ৫০ মিটার সড়ক ধসে লেকের পানিতে পড়ে গেছে। এতে সড়কের অর্ধেকেরও বেশি ধসে পানিতে পড়ে যাওয়ায় এখন অ্যাম্বুল্যান্স, মাইক্রোবাস, ফায়ার সার্ভিসের গাড়ি ও পিকআপসহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে সড়কটির যে দশা তাতে আরেকটু ধসে পড়লেই সড়কটি দিয়ে মানুষসহ সব যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ওই সড়কের পাশেই রয়েছে সরকারি একে হাই স্কুল এবং একে হাই স্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন এই সড়ক দিয়ে অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী ওই দুটি বিদ্যালয়ে আসা-যাওয়া করে। এ ছাড়া এই সড়কের পাশে রয়েছে আমতলী পৌরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ড। দুই ওয়ার্ডসহ পৌরসভার কয়েক হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে থাকে। সড়কটি সম্পূর্ণ ধসে পড়লে দুটি ওয়ার্ড, দুটি বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ ওই সড়ক দিয়ে চলাচলরত মানুষ ভোগান্তিতে পড়বে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুছা মোল্লা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেকের পারে গাইড ওয়াল না থাকায় সড়কটি ধসে পড়েছে। এটি সংস্কারের জন্য পৌর প্রশাসকের কাছে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমতলী পৌর প্রশাসক ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) শুভ্রা দাস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সড়কটি সরেজমিন দেখে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>