<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতিতে স্নিগ্ধতা-কোমলতা। গরম থাকলেও তা হবে সহনীয়। এই তো শরতের মাধুর্য। কিন্তু এবার কিছুটা ব্যতিক্রম। কখনো অতিবৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, কখনোবা প্রচণ্ড ভ্যাপসা গরমে টেকা দায়। ভাদ্র মাসে ছিল অতিবৃষ্টি-বন্যা, আশ্বিনে আবার গরমের দাপট। গতকাল শনিবার রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির দেখা মিলেছে। অসহনীয় উত্তাপ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে নগরবাসীর। যেসব অঞ্চলে বৃষ্টি হয়নি, সেসব অঞ্চলে যথারীতি অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী মঙ্গলবার থেকে সারা দেশেই বৃষ্টি বেড়ে অস্বস্তিকর গরম বিদায় নিতে পারে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হয়ে সাময়িকভাবে তাপমাত্রা কমলেও কিছুক্ষণ পরই আবার তা বেড়ে গিয়ে ফিরে আসে গরমের অনুভূতি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগে স্থানীয়ভাবে এ রকম হঠাৎ বজ্রসহ বৃষ্টির প্রবণতা দেখা যায়। এ ধরনের বৃষ্টি সাময়িক সময়ের জন্য হয়। কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়, আবার কিছু কিছু জায়গায় হয় না। এ ধরনের বৃষ্টিতে তাপমাত্রা কিছু সময়ের জন্য কমে। আবার বৃষ্টি শেষে তাপমাত্রা বেড়ে যায়। আজ (গতকাল) যেসব জায়গায় বৃষ্টি হয়নি সেসব জায়গায় তাপমাত্রা বেড়ে গেছে, আবার যেখানে বৃষ্টি হয়েছে সেখানে তাপমাত্রা কিছুটা কমেছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p>