<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে দেশ, জাতি ও গণতন্ত্রের শত্রু। তাদের ঠাঁই এ দেশে হবে না। খুনি ও গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি এ দেশে করার কোনো অধিকার নেই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর বিভাগীয় বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতরা ও নিহতদের পরিবারের সদস্যরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে জুলাই-আগস্টের বিপ্লবে একটি যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু দ্বিতীয় যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনবিষয়ক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন দেওয়ার আহবান জানান তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, জুলাই-আগস্টের বিপ্লবে শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়, বিএনপি এবং অঙ্গসংগঠনের ৪২২ জন সৈনিক প্রাণ দিয়েছেন। বিগত ১৭ বছর ধরে বিএনপি লাগাতার আন্দোলনের মাধ্যমে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছে। বিএনপি একটি দেশপ্রেমিক দল, অথচ কেউ কেউ অপকর্ম করে এই দলের ওপর দোষ চাপাতে চাইছে। এ ব্যাপারে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান। সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহবানও জানান তিনি।</span></span></span></span></p>