<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের আট উপজেলায় প্রায় ১৫০ কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে বেহাল হয়ে গেছে। এসব সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, সদর উপজেলা, মিঠাপুকুর, পীরগঞ্জ, বদরগঞ্জ, তারাগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার ১৫০ কিলোমিটার রাস্তায় পিচ উঠে সেখানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। বৃষ্টি নামলেই এসব গর্তে পানি জমে থাকে। অতি দ্রুত সংস্কার করা না হলে এসব সড়ক আরো বেহাল হবে বলে মনে করছে স্থানীয়রা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এলাকাবাসী জানায়, দুই-তিন বছর ধরে এই রাস্তাগুলো এভাবে পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। এক ঘণ্টার রাস্তায় সময় লাগে তিন ঘণ্টা। সড়ক ভবন কিংবা জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা এসব রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ তাদের।  রংপুর সদর উপজেলায় খলেয়ার ইউনিয়নের হাজীপাড়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গ্রামের আজগর আলী, রফিকুল ইসলাম ও চঞ্চল মাহমুদ জানান, প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তার কার্পেটিং উঠে গেছে। রাস্তার বিভিন্ন স্থানে রয়েছে ছোট-বড় গর্ত। এসব সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চালক সিদ্দিকুর রহমান জানান, বেহাল সড়কে গাড়ি চালাতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। নষ্ট হচ্ছে যানবাহনের টায়ার ও যন্ত্রাংশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহনাজ বেগম জানান, প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এতে সাধারণ মানুষ দুর্ভোগ আর ভোগান্তিতে পড়ছে। অতি দ্রুত এসব রাস্তার সংস্কার করার জন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে।</span></span></span></span></p>