<p>শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। গতকাল বিকেলে মানিকগঞ্জের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রদের সঙ্গে মতবিনিময়সভায় বক্তব্যে তিনি এ আহ্বান জানান।</p> <p>সারজিস আলম বলেন, ‘আমরা একটা সফল অভ্যুত্থান ঘটিয়ে দেশকে স্বৈরাচরমুক্ত করেছি। এখন আমাদের রাষ্ট্রকে গঠন করতে হবে। আমরা যখন রাষ্ট্রকে গঠন করতে যাব, তখন আমাদের মানসম্মত মেধা দরকার। আর সেই মেধার জন্য পড়াশোনার বিকল্প নেই। দেশ গঠন করতে হলে প্রতিটি ক্ষেত্রে মেধাসম্পন্ন মানুষ লাগবে। শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন মানুষ হতে হবে। বয়স্কদের সঙ্গে আমাদের মতের মিল না থাকতে পারে, কিন্তু তাঁদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকতে হবে।’</p> <p>কেন্দ্রীয় এই সমন্বয়ক আরো বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে অনেকে আহত, নিহত হয়েছেন। এ ব্যাপারে মামলা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, যাঁরা সম্পৃক্ত নন, তাঁদেরও মামলায় জড়ানো হচ্ছে। আবার টাকা-পয়সা নিয়ে জড়িতদের রক্ষা করা হচ্ছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্ররা এর প্রতিবাদ করছি।’</p> <p> </p> <p> </p>