<p>শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়মিত ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। এমনই একটি পোস্টে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শন শেষে নিজের মন্তব্য তুলে ধরেন তিনি।</p> <p>পোস্টে উপদেষ্টা লিখেছেন, ‘মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০ থেকে ২২ টাকা/বর্গফুট হিসাবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম, দোকানগুলো ১৭০ থেকে ২২০ টাকা/বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।’</p> <p>এদিন স্টেডিয়াম মার্কেট পর্যবেক্ষণ শেষে দোকান মালিকদের দেওয়া বাড়তি অর্থ কিভাবে অসাধু কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছেন, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন ক্রীড়া উপদেষ্টা। একই সঙ্গে দোকান বরাদ্দে প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা হারে ভাড়ার চুক্তি বদলের কথা জানিয়েছেন তিনি।</p> <p>ফোনালাপ ফাঁস নিয়ে পোস্ট : সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে শেখ হাসিনা বলেছেন, ‘আমি দেশের খুব কাছেই আছি, যাতে চট করেই ঢুকে পড়তে পারি।’ পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘যাতে চট করে ঢুকে যেতে পারি। আসুন প্লিজ, জেলের দরজা খোলা আছে।’ তবে সন্ধ্যা ৬টার দিকে আসিফ মাহমুদের ফেসবুকে স্ট্যাটাসটি খুঁজে পাওয়া যায়নি।</p> <p> </p>