<p>অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন। এ ছাড়া নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৯টি প্রস্তাব দিয়েছে তারা।</p> <p>গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। এতে সংগঠনটির সমন্বয়ক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় কাজী সাইফুল হক পনির সভাপতিত্ব করেন।</p> <p>সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘গত বছর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার একটি গণবিরোধী শিক্ষাক্রম চালু করে। বাংলাদেশের মতো অনুন্নত দেশের সঙ্গে এই শিক্ষা কারিকুলাম যায় না। আমরা সরকারকে তা বাতিলের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা আমাদের দাবি না মেনে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি আমাদের কোচিং ব্যবসায়ী বলে ট্যাগ দেন। এক পর্যায়ে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়।’</p> <p>মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষা আন্দোলনের অন্যতম আহ্বায়ক তাপসী খান বলেন, ‘আমাদের চারজনের নামে মিথ্যা রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। নানা হয়রানির শিকার এখনো হচ্ছি। কোর্টে হাজিরা দিতে হচ্ছে। এখন আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের ওপর হওয়া হয়রানি বন্ধ করা হোক। মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’</p> <p>ভুক্তভোগী মামলার আসামি আল আমিন বলেন, ‘আমি স্নাতক তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে পারিনি। আমাকে জেলে নেওয়া হয়েছে। আমি মানসিক ট্রমার মধ্যে ছিলাম।</p> <p> </p>