<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ অধিকার পরিষদ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দল দুটির সঙ্গে পৃথক বৈঠক করে বিএনপি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ অধিকার পরিষদের নেতৃত্ব দেন নুরুল হক নুর এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের নেতৃত্বে ছিলেন ইসমাইল সম্রাট।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী গণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অধিকার পরিষদ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে। আপনারা জানেন, এত দিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি, এ দেশের ছাত্র-জনতা স্বাধীন হয়েছে। আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, তা নিয়ে আলোচনা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনায় আমরা ঐকমত্যে পৌঁছেছি যে বিগত দিনে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকব। সংস্কারের ৩১ দফা যে প্রস্তাব আমরা দিয়েছি, তা আগামী দিনে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি এবং সহযোগিতা করে যাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এর আগে গত সোমবার গণতান্ত্রিক বাম ঐক্য, ন্যাশনাল মুভমেন্ট ডেমোক্রেটিক (এনডিএম) ও গণ অধিকার পরিষদ (মিয়া মশিউজ্জামান) এবং গত ৬ সেপ্টেম্বর গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি ও ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক করে বিএনপি।</span></span></span></span></p>