<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সড়ক পরিবহনে শৃঙ্খলা ফেরাতে সড়ক-মহাসড়কে অপরাধের বিরুদ্ধে এখন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মোটরযান পরিদর্শক, সহকারী পরিচালক, উপপরিচালকরা অভিযান পরিচালনা বা আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। গতকাল সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় তাঁদের এই ক্ষমতা দেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্দেশনায় বলা হয়, সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে সড়ক-মহাসড়কে সংঘটিত কতিপয় অপরাধের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএর মোটরযান পরিদর্শক, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), সহকারী পরিচালক (সাধারণ), উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) এবং পরিচালকদের অভিযান পরিচালনা বা আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হলো।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ১৬৪ অনুযায়ী কর্তৃপক্ষের মোটরযান পরিদর্শক, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), সহকারী পরিচালক (সাধারণ), উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং), উপপরিচালক ও পরিচালকদের কোনো প্রকার অগ্রিম নোটিশ দেওয়া ছাড়া মোটরযান বা পরিচালনাকারী প্রতিষ্ঠান বা এ সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শনের ক্ষমতা দেওয়া হলো। নির্দেশনায় আরো বলা হয়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএর মোটরযান পরিদর্শক বা অন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষের ক্ষমতা প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হয়েছে।</span></span></span></span></p>