<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বুধবার খুলনায় উৎসব মণ্ডল (২২) নামের এক তরুণ মহানবী (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কটূক্তিমূলক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পোস্ট করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণ তাঁকে আটক করে খুলনা (দক্ষিণ) পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয়ে নিয়ে যায়। পরে সেখানে স্থানীয় জনগণ উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং উৎসবকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার জন্য আন্দোলন করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইএসপিআর জানায়, ঘটনাস্থলে কিছু উচ্ছৃঙ্খল জনতা খুলনা (দক্ষিণ) পুলিশের ডেপুটি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে উৎসবের ওপর আক্রমণ চালায়। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধর্মীয় মূল্যবোধে আঘাত করায় উৎসব মণ্ডলের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সুস্থ হওয়ার পর তাঁকে আইনি প্রক্রিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।</span></span></span></span></p>