<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর শ্যামলী স্কয়ারে সম্প্রতি নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। এ ঘটনাকে মানবাধিকারের লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ ও বিচারের দাবির কথা তুলে ধরা হয়। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বিবৃতিতে স্বাক্ষর করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে বলা হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১ সেপ্টেম্বর সংবাদমাধ্যমে জানতে পারি, রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় এক ব্যক্তি নারীদের প্রহার করেছেন। প্রহারের শিকার নারীদের ভাসমান যৌনকর্মী বলা হচ্ছে। একাধিক নারীকে তাড়া করে বেদম প্রহার করা হচ্ছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। এ ঘটনায় সামাজিক প্রতিরোধে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে আরো বলা হয়, যৌনকর্মীদের সঙ্গে এ ধরনের আচরণ মানবাধিকার লঙ্ঘন। দণ্ডবিধি ৩২৩ ও ৩২৫ ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ আছে, কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় আঘাত করা একটি শাস্তিযোগ্য অপরাধ। সামাজিক প্রতিরোধ কমিটি অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে। একই সঙ্গে যৌনকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছে। </span></span></span></span></p>