<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক সংসদ সদস্য (এমপি) মো. নিজাম হাজারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ ১০০ কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন। মিরপুর ডিওএইচএসে একটি বাড়ি ও ঢাকার নিকুঞ্জ-১-এর ৬ নম্বর রোডে আজিজ রেসিডেন্স নামে তাঁর বাড়ি রয়েছে। এ ছাড়া তাঁর ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ও কয়েক শ বিঘা জমি কিনেছেন। ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম হাজারীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। তিনি বিদেশে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছেন।</span></span></span></span></p>