<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুম, খুন, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আরো সাতটি মামলা করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট আসামি করা হয়েছে ৬৬১ জনকে। গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন থানা ও আদালতে এসব মামলা করা হয়। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জাহাঙ্গীর আলম নামের এক চিকিৎসকের কাছে ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে অপহরণের অভিযোগে রাউজান থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও দুই উপপরিদর্শকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাউজান থানার পুলিশকে মামলাটি নিতে নির্দেশ দেন চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন। এর আগে সোমবার একই আদালতে মামলার আবেদন করেন চিকিৎসক জাহাঙ্গীর আলম। মামলার অন্য আসামিরা হলেন এসআই শাফায়েত হোসেন, পাইওনিয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. ফজল করিম, পরিচালক মনজুর হোসেন ও জাহাঙ্গীর আলম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীসহ ১১০ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় আরো ৬০ জনকে আসামি করে অভিযোগ করেছেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু। এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মামুন আল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় এমন একটি অভিযোগ পেয়েছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ফরিদপুরের সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের ১৫ জনের নামে দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা করা হয়েছে। গতকাল দুপুরে ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১ নম্বর আমলী আদালতের বিচারক মো. নাসিম মাহমুদের আদালতে নালিশী অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগটি আমলে নিয়ে আদালতের বিচারক নাসিম মাহমুদ ৭২ ঘণ্টার মধ্যে মামলা হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। আদালতে অভিযোগ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক মো. দিলদার হোসেন সবুজ। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর আদালতের কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের মিয়া।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজবাড়ী : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজবাড়ীতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ ভুঁইয়াসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেছেন সদর উপজেলার খানখানাপুর বেপারীপাড়া গ্রামের মো. তারেক খানের ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. জিসান খান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিংড়া (নাটোর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও দলীয় কর্মসূচিতে বিএনপি নেতাদের মারপিটের অভিযোগে নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিগত আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নামে নাটোরের সিংড়া থানায় দুটি মামলা হয়েছে। সোমবার রাতে আলাদাভাবে দুটি মামলা করেন বিএনপি ও যুবদলের দুই নেতা। পলক ছাড়াও ১৫ জনের নাম উল্লেখ করে আরো ৩০ থেকে ৪০ অজ্ঞাত ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিংড়া থানার ওসি আবুল কালাম মামলা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক প্রতিমন্ত্রী পলকসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ত্রিশাল (ময়মনসিংহ</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগের ৭১ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিএনপি নেতা মনিরুজ্জামান সোমেল। সোমবার রাতে ত্রিশাল থানায় ৮১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ২৫০ জনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি কামাল হোসেন। </span></span></span></span></p>