<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের ৪৩টি পরিবারকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে এনআরবিসি ব্যাংক। গতকাল ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিবারগুলোকে এই অর্থ সহায়তা দেওয়া হয়। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এই টাকা দেওয়া হয়েছে। স্টুডেন্টস অ্যাগেইনেস্ট অপারেশনের অ্যাক্টিভিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। অধিকার আদায়ের এই আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এই মুহূর্তে সবচেয়ে জরুরি। হতাহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে এনআরবিসি ব্যাংক উদাহরণ সৃষ্টি করেছে। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, নতুন বাংলাদেশ গড়তে যাঁরা স্বপ্ন দেখেছেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে। </span></span></span></span></p> <p> </p>