<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক গৃহায়ণ ও গণপূর্ত এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। তাঁদের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হবে। গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মো. আকতারুল ইসলাম কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ ম রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি নিজ নামে ও আত্মীয়-স্বজনের নামে বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ গড়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় এবং প্রশিক্ষণের নামে ২৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর গাড়ি, ব্যাংকে জমা টাকা ছাড়াও দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। দুদকের প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে এর তথ্য-প্রমাণ পাওয়া গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি তাঁর এপিএস ছোট ভাই মো. সাহাবুদ্দিন, সাহাবুদ্দিনের মেয়ে শামীমা সুলতানা হৃদয়, বোনের ছেলে ইয়াছির আরাফাতের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি নিজ নামে ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে রাজউকের পাঁচ কাঠা জমি, সাহেববাড়ি রোড, মহেশ্বরপাশা, দৌলতপুরে বিপুল পরিমাণ সম্পত্তি গড়েছেন। খুলনায় তিনতলা বাড়ি, দুটি গাড়ি, কেডিএ ও মৌথুরী হাউজিংয়ে ১৬.০৭ কাঠা জমি রয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন নিয়োগ, বদলি ও পদোন্নতির মাধ্যমে তাঁর এপিএস ছোট ভাই সাহাবুদ্দিন, সাহাবুদ্দিনের মেয়ে শামীমা সুলতানা হৃদয়, বোনের ছেলে ইয়াছির আরাফাত কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।</span></span></span></span></p> <p> </p>