<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনের সাতটি গণমাধ্যমে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর, চট্টগ্রামের পটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত :</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"><img alt="জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি" height="241" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/09.September/01-09-2024/k-47---01--09-2024-2.jpg" style="float:left" width="400" />শাহজাদপুর (সিরাজগঞ্জ):  গত</span></span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> শুক্রবার সকাল ১০টায় শাহজাদপুর পৌর সদর মনিরামপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে সাংবাদিক ও সুধীসমাজ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারী সন্ত্রাসী ও ইন্ধনদাতাদের চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারপ্রক্রিয়া শুরু করার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডু, সাংবাদিক আতাউর রহমান পিন্টু, শফিউল হাসান লাইফ, আবু জাফর লিটন, আবুল কাশেম, সাগর বসাক, আল আমিন হোসেন, আব্দুল কুদ্দুস, ওমর ফারুক, জহুরুল ইসলাম, রাসেল সরকার। এ ছাড়া সুধীসমাজের পক্ষ থেকে বক্তব্য দেন সাপ্তাহিক শাহজাদপুর বার্তার সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ছাত্রনেতা ছানোয়ার হোসেন, শ্রমিক নেতা আব্দুল আলীম প্রমুখ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পটিয়া (চট্টগ্রাম) : কালের</span></span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ায় তাণ্ডবের প্রতিবাদ করেছেন চট্টগ্রামের পটিয়ার সাংবাদিক ও সুধীসমাজ। বৃহস্পতিবার বিকেলে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড় এলাকায় পটিয়া প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে তারা। প্রতিবাদসভায় সাংবাদিক নেতারা ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে হামলাকারী সন্ত্রাসী ও এর পেছনের ইন্ধনদাতা গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচারপ্রক্রিয়া শুরুর দাবি জানান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ কে জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় প্রতিবাদসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, কবিয়াল আবু ইউসুফ, অধ্যাপক ভগীরথ দাশ, কবি শেখর নাথ পিন্টু, কালের কণ্ঠ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">র স্থানীয় প্রতিনিধি কাউছার আলম, দৈনিক জনতার সাংবাদিক সেলিম চৌধুরী, সমকালের আহমদ উল্লাহ, আজাদীর শফিউল আজম, ইনকিলাবের নুর হোসেন, পূর্বকোণের রবিউল আলম ছোটন, মানবজমিনের শাহজাহান চৌধুরী, আমাদের সময়ের সুজিত দত্ত, বিজয় টিভির তাপস দে আকাশ, আমার বার্তার এস এম এ জুয়েল, বিএনপি নেতা মামুনুর রশীদ, জমির উদ্দিন, আবদুল মান্নান, মাকসুদুর রহমান শাহেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটিয়ার ছাত্র প্রতিনিধি মাহবুব উল্লাহ, হাসান আল বান্না, আবু সিদ্দিক, ওয়াহিদুল ইসলাম, গাজী জুবায়ের, জামসেদুল ইসলাম নয়ন, মাসুদ চৌধুরী, রাকিবুল হক হেলালী প্রমুখ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ইস্ট</span></span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। গত ২১ আগস্ট দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে নবীনগর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যানারে নবীনগর প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন সঞ্চালনা করেন কালের কণ্ঠ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">র নবীনগর উপজেলা প্রতিনিধি মো. মাজেদুল ইসলাম। উপস্থিত ছিলেন শ্যামা প্রসাদ চক্রবর্তী, মাহবুব আলম লিটন, আরিফুল ইসলাম মিনহাজ, জালাল উদ্দিন মনির, আবু কাউছার, শাহানূর খান আলমগীর, আবু কামাল খন্দকার, জামাল হোসেন পান্না, সাফিউল আলম, সাধন সাহা জয়, মাহবুব মোর্শেদ, রাশেদুল ইসলাম, মাহাবুবুর রহমান, আল-আমিন, মনিরুল ইসলাম, মাহমুদ হোসেন প্রমুখ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রসঙ্গত, গত ১৯ আগস্ট একদল সশস্ত্র সন্ত্রাসী ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে প্রবেশ করে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটুয়েন্টিফোর ডটকম, নিউজ-টুয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও এফএম রেডিও ক্যাপিটালের অফিসে ন্যক্কারজনক হামলা চালায়।</span></span></span></span></span></p> <p> </p>