<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩৪৬ জন। গতকাল শনিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১২ হাজার ৮৪১ জন। তাদের মধ্যে মারা গেছে ৮৩ জন। এর আগে গত বছরের একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এক লাখ ২৩ হাজার ৮০৮ জন ও মৃত্যু হয়েছিল ৫৯৩ জন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২০০ জন ও ঢাকা বিভাগের অন্য জেলায় ১৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ১০২ জন, বরিশালে ১৬ জন ও খুলনা বিভাগে ১৩ জন ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৩৩। এর মধ্যে ঢাকায় ৭৮০ জন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের ৪২.৯৫ শতাংশ ঢাকা মহানগর ও ৫৭.০৫ শতাংশ ঢাকার বাইরের। মৃত ব্যক্তিদের মধ্যে ৭০ শতাংশ ঢাকা ও ৩০ শতাংশ ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৮.৭ শতাংশ নারী ও ৬১.৩ শতাংশ পুরুষ। মৃত ব্যক্তিদের মধ্যে ৫৪.২ শতাংশ নারী ও ৪৫.৮ শতাংশ পুরুষ। ডেঙ্গুতে গতকাল শনিবার চারজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরের আগস্ট মাসজুড়ে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এক দিনে হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৩৪৬ জন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ বছর খুবই ভয়ংকর হয়ে না উঠলেও এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৮৪১ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৩৩৩ জন রোগী ভর্তি আছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর মধ্যে ঢাকায় ৭৮০ জন আর দেশের অন্য বিভাগে অন্য ৫৫৩ জন ভর্তি আছে।</span></span></p> <p style="text-align:left"> </p>