<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাদ্য নিরাপত্তার জন্য একমাত্র অবলম্বন মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান প্রায় ১১.৩৭ শতাংশ। কিন্তু নানামুখী সংকটের কারণে এ খাতের প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা করা যাচ্ছে না। বিদায়ি ২০২৩-২৪ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি গত অর্থবছরের তুলনায় কমে ৩.২১ শতাংশে দাঁড়িয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত জাতীয় হিসাব পরিসংখ্যান ২০২৪-এর সাময়িক হিসেবে এ চিত্র উঠে এসেছে। কৃষি খাত চারটি উপখাতের সমন্বয়ে গঠিত। এগুলো হলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শস্য ও উদ্যান, পশু পালন. বন ও সংশ্লিষ্ট সেবা এবং মৎস্য। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অনুসারে আগামী ২০৩০ সাল নাগাদ দেশের খাদ্য ও পুষ্টি সমস্যার সমাধান করতে হলে কৃষি খাতের প্রবৃদ্ধি হতে হবে ৪ থেকে ৫ শতাংশ।  গত চার বছর এই খাতে অর্জিত গড় প্রবৃদ্ধির হার ছিল বার্ষিক ৩.২ শতাংশ। এই হার বাড়ানো দরকার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবিএসের প্রতিবেদনে শস্য ও উদ্যান উপখাতের বিষয়ে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী কৃষি খাতের শস্য ও উদ্যান উপখাত গত ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২.৮২ শতাংশ বৃদ্ধি পেতে পারে। আমন, পাট এবং কিছু অপ্রধান শস্যের উৎপাদন বৃদ্ধির কারণে উল্লিখিত প্রবৃদ্ধি অর্জিত হতে পারে বলে জানানো হয় প্রতিবেদনে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে আউশ ধানের উৎপাদন হয়েছে ২৯ লাখ ৭৩ হাজার মেট্রিক টন, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ২৯ লাখ এক হাজার মেট্রিক টন। অর্থাৎ উৎপাদন ২.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে আমন ধানের উৎপাদন প্রাক্কলন করা হয়েছে এক কোটি ৬৬ লাখ ৫৬ হাজার মেট্রিক টন, যেখানে ২০২২-২৩ অর্থবছরে উৎপন্ন হয়েছিল এক কোটি ৫৪ লাখ ২৬ হাজার মেট্রিক টন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩-২৪ অর্থবছরে বোরো ধানের উৎপাদনের সাময়িক প্রাক্কলন করা হয়েছে দুই কোটি সাত লাখ ৬৮ হাজার মেট্রিক টন, যা আগের অর্থবছরেও একই ছিল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে গমের উৎপাদন ১১ লাখ ৭০ হাজার মেট্রিক টন বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিগত সময়ে ভুট্টার উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং বিবিএস সক্রিয়ভাবে অন্যান্য প্রধান ফসলের মতো একই পদ্ধতিতে এর উৎপাদন প্রাক্কলনের বিষয় বিবেচনা করছে। ২০২২-২৩ অর্থবছরের সাময়িক হিসাবে ভুট্টার উৎপাদন প্রাক্কলন করা হয়েছে ৪৬ লাখ ৩৪ হাজার মেট্রিক টন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাট ফসলের ক্ষেত্রে ২০২২-২৩ অর্থবছরের উৎপাদন ১৫ লাখ ৩৪ হাজার মেট্রিক টনের স্থলে ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন প্রাক্কলন করা হয়েছে ১৭ লাখ ৩৮ হাজার মেট্রিক টন, যা ১৩.৩০ শতাংশ বেশি।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শস্য খাতে অপ্রধান শষ্যের অবদান প্রায় ৪০ শতাংশ। এর মধ্যে রয়েছে ডাল, মসলা, আখ, ফলমূল, সবজি, তামাক ইত্যাদি। বেশির ভাগ অপ্রধান ফসলের উৎপাদন এখনো চূড়ান্ত হয়নি বলে জানানো হয় প্রতিবেদনে। ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক প্রাক্কলিত উৎপাদন হিসাবে বিবেচনা করা হয়েছে। চূড়ান্ত প্রাক্কলনে অপ্রধান ফসলের উৎপাদন কিছুটা পরিবর্তিত হতে পারে। এ খাতে উল্লেখ্য যে জিডিপির প্রাথমিক হিসাব প্রাক্কলনের সময় পর্যন্ত প্রধান এবং অপ্রধান ফসলের মধ্যে বেশ কিছু ফসল কর্তন করা হয়নি। ফলে চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা যায়নি। সামগ্রিকভাবে ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী কৃষি, বন এবং মৎস্য খাতের প্রবৃদ্ধি ৩.২১ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৩.৩৭ শতাংশ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শস্যবহির্ভূত কৃষির বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে পশু পালন উপখাতের সম্ভাব্য প্রবৃদ্ধি ৩.১৫ শতংশ। যেখানে ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৩.১৭ শতাংশ। এ ছাড়া বন ও সংশ্লিষ্ট সেবা উপখাতের স্থূল মূল্য সংযোজন ৫.০৮ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যেখানে ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫.১৩ শতাংশ। </span></span></span></span></span></p> <p> </p> <p> </p>