<p>বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৪৬ লাখ ৬৪ হাজার ৬১ টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয় ৪৬ লাখ ৬০ হাজার ২৪১ টাকা জমা দিয়েছে। এই টাকা মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন থেকে সংগৃহীত বলে গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের ওই টাকার মধ্যে সচিবালয় এক লাখ ১১ হাজার ৮৮০, বন অধিদপ্তর ৩৫ লাখ, পরিবেশ অধিদপ্তর তিন লাখ ৩৫ হাজার ৪৫ টাকাসহ ৪৬ লাখ ৬৪ হাজার ৬১ টাকা দিয়েছে। অপরদিকে সচিবালয় এক লাখ চার হাজার ৫০, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৪৩ লাখ, পানিসম্পদ পরিকল্পনা সংস্থা ৬৭ হাজার ৭১৫, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ২২ হাজার ২০০ টাকাসহ ৪৬ লাখ ৬০ হাজার ২৪১ টাকা জমা দিয়েছে।</p> <p> </p> <p> </p>