<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে সমপ্রতি নির্মমভাবে পিটুনির শিকার হওয়া একটি হাতিকে উদ্ধার করেছে বন বিভাগ। কুমিল্লার দাউদকান্দিতে আহত হাতিটিকে দেবিদ্বার উপজেলার বাখরাবাদ গ্যাস ফিল্ড এলাকায় শনাক্ত করা হয়। রাতভর প্রচেষ্টার পর গতকাল বৃহস্পতিবার সকালে মুরাদনগর উপজেলার সোনাউল্লাহ গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টার নির্দেশে মন্ত্রণালয়ের সচিব ও প্রধান বন সংরক্ষকের তদারকিতে কুমিল্লার বন বিভাগ স্থানীয় ভলানটিয়ারদের সহায়তায় হাতিটিকে শনাক্ত করা হয়। মাহুতের অসহযোগিতায় পরিস্থিতি জটিল হলেও গতকাল সকালে তাকে আটক করে হাতিটিকে নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। উল্লেখ্য, হাতিটিকে নির্মমভাবে পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের উপদেষ্টার নজরে এলে তিনি হাতিটিকে উদ্ধারের নির্দেশ দেন।</span></span></span></span></p>