<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের কোনো এজেন্ডা নেই। সুতরাং সিন্ডিকেটের ব্যাপারে কোনো আপস করব না। ব্যাংকের কিছু সমস্যা আছে। এলসি খুলতে পারে না। সময় লাগছে। অর্থায়নের ব্যাপার আছে। তাই বলে এলসি একেবারে কমে যায়নি। অত্যাবশ্যকীয় জিনিসগুলো কিন্তু আটকাচ্ছে। তবে কিছু জায়গা আছে সময় লাগবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">  গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, সরবরাহব্যবস্থা, বাজার পরিস্থিতিসহ সার্বিক মূল্য পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে এসেছি। আমাদের কোনো এজেন্ডা নেই। রাজনৈতিক না, প্রশাসনিকও না। কারো প্রতি আমাদের কোনো বিরাগ নেই। অনুরাগও নেই। যে কারণে সিন্ডিকেটের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে পিছ পা হব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসায়ীদের এলসি খোলার সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যাংকের কিছু তো সমস্যা রয়েছে। সময় হয়তো লাগছে। তবে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না।</span></span></span></span></p> <p> </p>