<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা থানায় জমা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল ভোরে নগরীর ভদ্রা এলাকায় ব্যাগভর্তি টাকাগুলো কুড়িয়ে পান তাঁরা। পরে বোয়ালিয়া থানায় গিয়ে টাকাগুলো জমা দেন শিক্ষার্থীরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন। থানায় টাকা জমা দিতে আসা নাটোরের সিংড়া উপজেলার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলী জানান, নিরাপত্তা নিশ্চিতের জন্য তাঁরা রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করেন। ভোরে বাসায় ফেরার সময় ভদ্রা এলাকার এক ছাত্রাবাসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। তাঁরা ব্যাগটি খুলে ভেতরে ১০০০ টাকার নোটের ১৮টি বান্ডিল দেখতে পান। বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।</span></span></span></span></p> <p> </p>