<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.25pt">রাজধানী ঢাকায় চলচ্চিত্রপ্রেমীদের জন্য কাঙ্ক্ষিত আয়োজনটি শুরু হচ্ছে আগামীকাল শনিবার। দেশ-বিদেশের বিচিত্র বিষয়ের ছবি নিয়ে এদিন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। এবারের উৎসবে ঢাকার ছয় ভেন্যুতে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিনা দর্শনীতে দর্শকরা ছবিগুলো দেখতে পারবে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে।</span></span></span></span></span></span></span></span></p>