<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্তমানে প্রায় ৯৫ শতাংশ ক্লুলেস মামলার রহস্য উদঘাটিত হচ্ছে। তবে দেশের নৌপথের নিরাপত্তা ও মৎস্যসম্পদ সংরক্ষণে নৌ পুলিশকে আরো পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গতকাল নৌ পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইজিপি বলেন, সামগ্রিকভাবে পুলিশ ভালো কাজ করছে। পুলিশ সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা এবং মামলা তদন্তে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ায় এটা সম্ভব হয়েছে। নৌ পুলিশ অল্প সময়ের মধ্যে নৌপথে যাত্রী, নৌযান মালিক ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে, যা সত্যিই প্রশংসনীয়। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইজিপি আরো বলেন, ‘কোনো পুলিশ সদস্যের অপরাধের দায়ভার আমরা বহন করব না। নৌ পুলিশ নৌপথের নিরাপত্তা ও মৎস্যসম্পদ সংরক্ষণে দায়িত্ব পালন করে যাচ্ছে।’ বিশেষায়িত এই ইউনিটের কার্যক্রম আরো অনন্য মাত্রায় উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নৌ পুলিশ সদর দপ্তরে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন আইজিপি। </span></span></span></span></p>