<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৭৫ একর এলাকায় একটি ফার্মেসিও নেই। শিক্ষার্থীরা জ্বর, সর্দিকাশি ও মৌসুমি রোগে প্রায়ই আক্রান্ত হয়। ক্যাম্পাসে মেডিক্যাল সেন্টার থাকলেও সব ওষুধ সেখানে মেলে না। বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার উপকরণ স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য নয়। ফলে শিক্ষার্থীদের শেখপাড়া বাজারের ওপর নির্ভর করতে হয়, যা ক্যাম্পাস থেকে কিছুটা দূরে অবস্থিত। সন্ধ্যার পর আবাসিক হল থেকে নারী শিক্ষার্থীরা বের হতে পারে না, ওষুধ পেতে হোম ডেলিভারির কোনো সুযোগও নেই। ক্যাম্পাসে ফার্মেসি হলে ওষুধ সহজে পাওয়া যেত এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় একটি ফার্মেসি স্থাপন করা হোক, যেখানে সব ধরনের ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শামীমা রহমান </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া</span></span></span></span></p>