<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের বাইরে গত বৃহস্পতিবার সহিংস বিক্ষোভ হয়েছে। আর এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ গভীর উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে কলকাতা মিশনসহ ভারতে বাংলাদেশের সব মিশন এবং এর সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বৃহস্পতিবার বিকেলে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের স্থানীয় একটি হিন্দু সংগঠনের সহিংস প্রতিবাদের ঘটনা বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে আমলে নিয়েছে। বড় ওই বিক্ষোভ মিছিলটি সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের বাধা ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনের দেয়াল পর্যন্ত পৌঁছে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে উপহাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীন বোধ করছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর তীব্র নিন্দা জানায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ সরকার যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায়। ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ও অন্য কূটনৈতিক মিশনগুলোর এবং এর পাশাপাশি কূটনীতিক ও কূটনীতিক নয় এমন কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ভারত সরকারকে আহ্বান জানিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"> </p>