<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো, খেলা হবে!</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে তিনি এই মন্তব্য করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের একটি ছবি শেয়ার করে লেখেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুনি হাসিনার বানানো আইনে এবং তাঁরই তৈরি ট্রাইব্যুনালে এবার হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার হবে, ইনশাআল্লাহ। এই দিনটির জন্য আমি আল্লাহর কাছে বহুবার কান্না করেছি। এখন স্বপ্নপূরণের অপেক্ষা, মাত্র কয়েক দিনের। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠন করা হয়। কিন্তু সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরকারের দমন-পীড়নকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণহত্যা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আখ্যা দিয়ে একই আদালতে গণহত্যার বিচার শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিরপেক্ষ নির্বাচন আয়োজনই সরকারের মূল কাজ : খুলনা</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> অফিস জানায়, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশ শাসন নয়, অন্তর্বর্তী সরকারের কাজ হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিদায় নেওয়া। সুতরাং জলাবদ্ধতাসহ যেসব প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ রয়েছে সেগুলোর স্থায়ী সমাধান বর্তমান সরকারের কাছে আশা করা ঠিক হবে না। স্থায়ী সমাধানের জন্য আল্লাহর সাহায্য এবং নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া ইসলামিয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা এবং চুকনাগরের নুরানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গণে বিলডাকাতিয়া, মাধবকাটি, বিলপাবলা, লতাবিল, খর্ণিয়া, শোলগাতি, রুদাঘরা, বরুনা, চেচুড়ি, ঘোষড়া, বাদুড়িয়া, কাঞ্চনপুর ও ভবদহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>