<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে বর্তমানে প্রাকৃতিকভাবে অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়েছে। বিরল ও মোহনীয় নীলকুরিঞ্জি ফুলের সমারোহে নীল হয়ে উঠেছে পাহাড়ের বিশাল অংশ। ১২ বছর পর পর নীলগিরি পাহাড় এভাবে নীলকুরিঞ্জি ফুলের সমারোহে সেজে ওঠে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক যুগের ব্যবধানে ফুলটি শাখায় শাখায় আন্দোলিত হতে দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে যায়। বিরল এই ফুল প্রকৃতিপ্রেমীদের এবং বিশেষ করে পর্যটকদের আকর্ষণ করে। নীলগিরির অন্যতম আকর্ষণও এই ফুল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি ভারতের আইএএস কর্মকর্তা সুপ্রিয়া সাহু নীলকুরিঞ্জি ফুলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করার পর তা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নীলগিরিতে সম্প্রতি তোলা কিছু ছবিতে দেখা যায়, থোঁকায় থোঁকায় ফুল ফুটে আছে। নীলকুরিঞ্জি ফুলের সমারোহের মাঝখানে বসে অনেকে ছবিও তুলেছেন। পুরো পাহাড়টা যেন নীলকুরিঞ্জি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিয়া সাহু তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, নীলগিরিতে ফুটন্ত নীলকুরিঞ্জি ফুলের মধ্যে স্থানীয় একজন বাসিন্দা বেশ ফুরফুরে মেজাজে বসে আছেন। ১২ বছরে একবার এভাবে জেঁকে ফোটে নীলকুরিঞ্জি ফুল। নীলকুরিঞ্জি ফুলের কারণেই পাহাড়টির নাম নীলগিরি রাখা হয়েছে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা ফুলের তালিকায় ২০২৪ সালে স্থান পেয়েছে নীলকুরিঞ্জি। ফুলটি রক্ষায় সরকারিভাবে পদক্ষেপের প্রয়োজনের কথাও বলছেন উদ্ভিদবিজ্ঞানীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক্স-এ একজন ব্যবহারকারী লিখেছেন, প্রকৃতিতে সৃষ্টির জাদুকরী ও বিরল গুণ রয়েছে। আরেকজন মন্তব্য করেছেন, বিরল প্রজাতির এই ফুল সংরক্ষণে সব ধরনের পদক্ষেপ নিতে হবে। তৃতীয় একজন লিখেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রকৃতি খুবই শান্তির জায়গা। শহরের জীবনে আমরা আর সভ্য থাকতে পারি না, আমরা মানুষও থাকতে পারি না। উপজাতি, পাহাড়ি, কৃষক কিংবা গ্রামের নিম্নবর্গের মানুষজন কোনো পরিবেশবিদের চেয়েও প্রকৃতির গুরুত্ব ভালো বোঝে। আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে প্রকৃতি রক্ষা করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নীলগিরিতে বসবাসকারী টোডা সম্প্রদায়ের মানুষের ধারণা, নীলকুরিঞ্জি ফুল তাদের জন্য সম্মানের ও মঙ্গলজনক। নীলকুরিঞ্জি ফুটে ওঠার পর আদিবাসীরা উৎসবে মেতে ওঠে। সেই আনন্দে আশপাশের বাসিন্দা ও পর্যটকরাও যুক্ত হয়। সূত্র : এনডিটিভি</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>