<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে যেন ষড়যন্ত্র করতে না পারেন তা নিশ্চিত করতে ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তার আগে অনেক ছাত্র-জনতাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছেন, গুম করেছেন। অনেক ছাত্রকে পঙ্গু করে দিয়েছেন। ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে যেন ষড়যন্ত্র করতে না পারেন তা নিশ্চিত করতে ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আওয়ামী লীগ সরকার দেশটাকে ফোকলা করে দিয়েছে, দুর্নীতি করে দেশটা শেষ করে দিয়েছে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তারা মেগাপ্রজেক্টের মাধ্যমে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত লুটপাট করেছেন। তাঁরা এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি ব্যাধিতে পরিণত হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক জায়গায় প্রশাসন কাজ করছে না, ব্যর্থ হয়েছে। যেসব এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেখানেই সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া উচিত। কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ, রাজনৈতিক নেতাকর্মীরাই নিয়ন্ত্রণ করছেন, সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা সৃষ্টি করা সমীচীন হবে না। বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বানও জানান তিনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর তিনি জেলার রাণীশংকৈল উপজেলার ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু মানুষে মানুষে বৈষম্য দূর নয়, জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে বিদ্যমান সব ধরনের বৈষম্য দূর করতে হবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা আওয়ামী লীগকে পরাজিত করেছি, ওদের ক্ষমতা ছাড়তে বাধ্য করেছি। ওরা গেছে তো গেছে। পালিয়ে ভারত চলে গেছে। আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক মূল্য দিয়েছি। আমাদের অনেক ছাত্রের জীবন শেষ হয়ে গেছে, চাকরির বয়স শেষ হয়ে গেছে, চাকরি পায়নি। এ দেশের মানুষকে তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এখন আল্লাহ তাআলা আমাদের একটি সুযোগ দিয়েছেন, নতুন করে এদেশটাকে তৈরি করার। আমরা সংবিধান এমনভাবে রচনা করব, যা মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। দেশের সাধারণ মানুষ তাদের পাওনা ঠিকমতো বুঝে পাবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p> </p>