<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানী ঢাকায়ও লোডশেডিং বেড়েছে। এলাকাভেদে দিন-রাত মিলিয়ে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। তবে গ্রামাঞ্চলে এখন ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যুতের ঘাটতিতে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, তারা চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না। এতে বাড়তি লোডশেডিং দিতে হচ্ছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা বলছেন, সামিট গ্রুপের একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দৈনিক এক হাজার ২০০ মেগাওয়াটের মতো গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। বকেয়ার কারণে ভারত তাদের বিভিন্ন কেন্দ্র থেকে সরবরাহ সাড়ে ৬০০ মেগাওয়াট কমিয়ে দিয়েছে। কয়লাসংকটে মাতারবাড়ী ও এস আলমের বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন কমে গেছে। কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও। বকেয়া আটকে থাকায় বেসরকারি খাতের তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না। ফলে দেশে চাহিদা ও সরবরাহে প্রায় তিন হাজার মেগাওয়াটের ঘাটতি তৈরি হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামিটের এলএনজি টার্মিনালটি বন্ধের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ১২০০ মেগাওয়াট কমেছে। অতিরিক্ত লোডশেডিংয়ের বড় কারণ এটি। সামিটের টার্মিনালটি সচল হলে লোডশেডিং পরিস্থিতি অনেকটাই কমে যাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span> </span></span></p> <p> </p> <p><strong><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীতে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে</span></span></span></span></strong></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই দিন ধরে রাজধানীতেও দুই থেকে তিন ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেড (ডেসকো)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আব্দুল্লাহ নোমান গতকাল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই দিন ধরে আমাদের বিতরণ এলাকায় ২০০ থেকে ২৫০ মেগাওয়াটের ঘাটতি রয়েছে। এতে দৈনিক দুবার দুই ঘণ্টা করে লোডশেডিং দিতে হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেসকোর নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. জাকির হোসেন গতকাল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে, অন্যদিকে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। আমাদের ১৩৩৯ মেগাওয়াট চাহিদার মধ্যে ১৫০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর দক্ষিণ কুড়িল এলাকার বাসিন্দা মো. হাবিবুল্লাহ মারুফ কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রচণ্ড গরমের মধ্যে দুই দিন ধরে সকালে ও সন্ধ্যার দিকে লোডশেডিং হচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে এক ঘণ্টা আগে আসছে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনে দায়িত্বে থাকা পিজিসিবির তথ্য অনুযায়ী, গতকাল বুধবার দিনের বেলা ১৪ হাজার ৫৭৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হয় ১২ হাজার ৮৬১ মেগাওয়াট। লোডশেডিং হয় ১৬৪০ মেগাওয়াট।  সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের চাহিদা ও সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ায় বর্তমানে কমপক্ষে ২৫০০ থেকে ৩০০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের প্রায় ৮০ শতাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। আরইবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, বর্তমানে আমরা চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ গড়ে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কম পাচ্ছি। এতে আমাদের বিতরণ এলাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span></span></span></p> <p> </p> <p><strong><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্যাসের ঘাটতি ১৪৩২ মিলিয়ন ঘনফুট</span></span></span></span></strong></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে দৈনিক গ্যাসের চাহিদা চার হাজার মিলিয়ন ঘনফুট। গতকাল সরবরাহ করা হয় দুই হাজার ৫৬৮ মিলিয়ন ঘনফুট। ঘাটতি ছিল এক হাজার ৪৩২ মিলিয়ন ঘনফুটের মতো। স্বাভাবিক সময়ে দুটি টার্মিনাল থেকে এলএনজি রূপান্তরের মাধ্যমে ১০৫০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হতো। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার বাইরে বড় শহরগুলোতে লোডশেডিং কিছুটা কম হলেও ছোট শহর ও গ্রামাঞ্চলে গড়ে ১৫ থেকে ১৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে বলে ভোক্তভোগীদের অভিযোগ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিকগ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঞ্জের সাটুরিয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">া উপজেলার গ্রাহকদের ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> থাকতে হচ্ছে। </span></span></span></span></p> <p> </p> <p><strong><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে</span></span></span></span></strong></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্যাসের ঘাটতির কারণেই লোডশেডিং বেড়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যুৎ সরবরাহে ঘাটতির প্রধান কারণ গ্যাসের অভাব। সামিটের টার্মিনালটি সাড়ে তিন মাস ধরে বন্ধ ছিল, সেটি এখন ঠিক করা হয়েছে। আমরা এলএনজি আনার অর্ডার দিয়েছি। আজকেই (গতকাল) এটার জন্য টেন্ডার হয়েছে। এই প্রক্রিয়া শেষ করে আগামী তিন সপ্তাহের মধ্যে এলএনজি চলে আসবে। তাহলে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে লোডশেডিংও কমে আসবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span> </span></span></p>