<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইংল্যান্ডের ল্যাংকাশায়ার কাউন্টির ডারওয়েনের বাসিন্দা নিল ও হেইলি দম্পতি সাধারণ এক কৌশল ব্যবহার করে তিন সপ্তাহের মধ্যে দুইবার লটারি জিতেছেন। দেশটির পিপলস পোস্টকোড লটারিতে যোগদানের মাত্র তিন মাস পর এই দম্পতির ভাগ্য বদলে যায়। ইলেকট্রিশিয়ান নিল ও তাঁর স্ত্রী হেইলি তিন মাস আগে একটি বাড়ি কিনেছিলেন। এরপর অর্থনৈতিকভাবে কিছুটা চাপে পড়েন তাঁরা। সে সময়ই লটারি খেলার সিদ্ধান্ত নেন এই দম্পতি। সাধারণ এক কৌশল ব্যবহার করে দুইবার লটারি জিতে এক ঝটকায় লাখপতি হয়ে যান তাঁরা। প্রথমবার ১০ পাউন্ডের লটারি জিতেছিলেন তাঁরা। পরেরবার এই দম্পতি লটারিতে ৩০ হাজার পাউন্ড জেতেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫ লাখ টাকা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে এই লটারি জিততে নিল ও হেইলি দম্পতি একটু বুদ্ধি খাটিয়েছেন। নিজেরা একা এই লটারি খেলেননি, বরং প্রতিবেশীদের সঙ্গে নিয়ে খেলেছেন। তাঁদের মনে হয়েছিল, সবাই যদি এই লটারি খেলে, তাহলে কেউ না কেউ তো জিতবেই। সেই টাকা তখন নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে নিতে পারবেন তাঁরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডারওয়েনের মোট ১৮ জন বাসিন্দা এই লটারি খেলেছেন। সব মিলিয়ে তাঁরা জেতেন পাঁচ লাখ ৪০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট কোটি টাকা। পরে সবাই সেই টাকা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিলের প্রতিবেশী এমা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেশীদের নিয়ে একসঙ্গে লটারি জেতা সত্যিই দারুণ ব্যাপার। আমরা অনেকেই এই টাকায় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : এনডিটিভি</span></span></span></span></p>