<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তারের ভয়ে বাড়িছাড়া রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২০ কাউন্সিলর। আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে দেওয়া হয়েছে হত্যা ও মারামারির মামলা। এ কারণে তাঁরা অফিসেও আসেন না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে দায়িত্ব দিয়েছে বিভাগীয় কমিশনারদের। কিন্তু রংপুর বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসায়ী হত্যার অভিযোগে মামলা হওয়ায় তিনি সিটি করপোরেশনে দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি করপোরেশন রংপুর। এ সিটির  ৩৩টি ওয়ার্ডের মধ্যে ২০টিতে নির্বাচিত কাউন্সিলররা আওয়ামী লীগ সমর্থিত। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাঁরা আত্মগোপন করেছেন। এর মধ্যে অনেক কাউন্সিলর মামলার আসামিও হয়েছেন। তবে অন্যরাও ঠিকমতো অফিস করছেন না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর সিটি করপোরেশনের কার্যালয় ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে জানা গেছে, কোটাবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর সারা দেশের মতো রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ২০ জন কাউন্সিলর ও ছয়জন সংরক্ষিত নারী কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থক এবং বিভিন্ন পদে থাকার কারণে জনরোষের ভয়ে আত্মগোপন করেছেন। নাগরিকরা জরুরি প্রয়োজনে কার্যালয়ে ও সিটি করপোরেশনে গিয়েও তাঁদের দেখা পাচ্ছে না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেবা নিতে আসা সিরাজুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিটি করপোরেশনে এসে কাউন্সিলর ও মেয়র বা প্রশাসনের দেখা না পেয়ে সেবা থেকে বঞ্চিত হচ্ছি আমরা। কাউকে পাওয়া যায়নি সিটি করপোরেশনে। দুর্ভোগে পড়তে হচ্ছে জনসাধারণকে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মীরা বেশির ভাগ দায়িত্বে না থাকায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে অনেক ওয়ার্ড।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ৩৩টি ওয়ার্ডে প্রায় ২৫ লাখ মানুষের বাস। রাজনৈতিক পটপরিবর্তনের ফলে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগরের পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন রায়কে কুপিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মকবুল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা ও সমর্থক কাউন্সিলররা তাঁদের অফিসেও আসেন না, সিটি করপোরেশন অফিসেও আসেন না। তাঁরা ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে চলে গেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় ২০ জনের মতো কাউন্সিলরকে আমরা দেখতে পাচ্ছি না। কাউন্সিলরদের অনুপস্থিতির কারণে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। এর পরও নাগরিকরা এলে সেবা দেওয়ার চেষ্টা করছি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান  মোস্তফা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১২টি সিটি করপোরেশেনের মেয়রদের অপসারণ করে। এর আগে প্রায় ২০ জনের মতো কাউন্সিলর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে আসছেন না সিটি করপোরেশনে। মেয়র ও কাউন্সিলর না থাকায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। কিন্তু আইন অনুযায়ী কিছুই করতে পারছি না। তা ছাড়া প্রতিটা ওয়ার্ডে কাউন্সিলরদের আলাদা অফিস করে দেওয়া হয়েছিল। কিন্তু কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা হওয়ায় তাঁরা অফিস করছেন না।</span></span></span></span></p>