<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সুষ্ঠু অনুসন্ধানের জন্য শিগগিরই অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। দুদক সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দুদক সূত্র জানায়, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জিল্লুল হাকিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। রাজবাড়ী-২ আসনের সাবেক এই সংসদ সদস্য দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগে বলা হয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জিল্লুল হাকিম। চলতি বছরের শুরুতে তাঁকে রেলমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">একইভাবে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অবৈধভাবে অর্জিত অর্থ তিনি বিভিন্নভাবে বিদেশেও পাচার করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। তানভীর ইমাম আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচিত এমপি হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী জিল্লুল হাকিম ও সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে দুদক এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। </span></span></span></span></span></p> <p> </p>