<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুরের নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষে নিহত জাতীয়তাবাদী কৃষক দল নেতা কবির ভূঁইয়া (৫০) হত্যা মামলায় হুকুমের আসামি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে। মামলায় সালথা-নগরকান্দা উপজেলা বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার সকালে কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলাটি করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল আলম আজাদ, জেলা যুবদলের যগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান তৈয়ব ও সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জহামান আসাদ। এ ছাড়া বিএনপির আরো পদধারী নেতাদের আসামি করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার এজাহারে বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নিজ এলাকায় আগমন উপলক্ষে গত বুধবার সকাল ১১টার দিকে নগরকান্দা পেট্রল পাম্পের সামনে পথসভার আয়োজন করে থানা কৃষক দল, যুবদল ও ছাত্রদল। এই সংবাদ পেয়ে বিএনপির নেত্রী শামা ওবায়েদ রাজনৈতিক প্রতিহিংসায় ওই পথসভা পণ্ড করতে তাঁর লোকজনকে নির্দেশ দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্দেশ পেয়ে শামার লোকজন ঘটনার সময় নগরকান্দা বেইলি ব্রিজের পশ্চিম পারে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। এ সময় কবির ভূঁইয়া বাজার করার জন্য নগরকান্দায় এলে শামা ওবায়েদের নির্দেশে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুরে মামলার বিয়ষটি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংঘর্ষে নিহত কবিরের স্ত্রী বাদী হয়ে সকালে হত্যা মামলাটি করেন। আমরা মামলাটি সঠিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বাড়ি নগরকান্দায়। তাঁরা দুজনই ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে এমপি পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন পাওয়া নিয়ে তাঁদের দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই মধ্যে আওয়ামী লীগের পতনের পর গত বুধবার (২১ আগস্ট) সকালে বিশাল গাড়িবহর নিয়ে মহড়া দিয়ে এলাকার নগরকান্দায় আসেন বাবুল। বাবুলের আগমন উপলক্ষে নগরকান্দা পেট্রল পাম্পের সামনে পথসভার আয়োজন করা হয়। অন্যদিকে শামা ওবায়েদের সমর্থকরাও সেখানে জড়ো হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।</span></span></span></span></p>