<p><strong>না জেনে হারাম জিনিস খেয়ে ফেললে করণীয়</strong></p> <p>প্রশ্ন : সেদিন আমি একটি বিদেশি রেস্টুরেন্টে গিয়ে কিছু অপরিচিত খাবার খাই। এখন আমার সন্দেহ হচ্ছে যে সেই খাবারগুলোর কিছু হারাম হওয়ার আশঙ্কা আছে। প্রশ্ন হলো, কেউ যদি না জেনে অ্যালকোহলজাতীয় জিনিস বা হারাম জিনিস খেয়ে ফেলে তাহলে তার দায়মুক্তির উপায় কী?</p> <p>আনোয়ার গাজী, খিলক্ষেত</p> <p>উত্তর : সন্দেহযুক্ত বা হারাম কোনো কিছু খেয়ে ফেললে পরে আল্লাহর কাছে খাঁটি মনে তাওবা করতে হবে। আর ভবিষ্যতের জন্য হারাম ও সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকার দৃঢ়প্রতিজ্ঞা করবে। (তিরমিজি, হাদিস : ১৮৬২, মিরকাত : ৬/২৩৮৬)</p> <p> </p> <p> </p> <p> </p>