<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক আইনের আলোকে ধর্ম বিদ্বেষ ও কোরআন অবমাননা প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। ওআইসি মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সংগঠন। এর সদস্য দেশের সংখ্যা ৫৭টি। গত রবিবার জেদ্দায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ আহবান জানান সংগঠনের মহাসচিব হুসাইন ইবরাহিম তোহা। মুসলিম দেশগুলোকে সম্মিলিত ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, পবিত্র কোরআনের অসম্মান ও মহানবী মুহাম্মদ (সা.)-এর অবমাননা ইসলামভীতির সাধারণ কোনো ঘটনা নয়। এ সময় তিনি ধর্ম বিদ্বেষের প্রচার স্পষ্টভাবে নিষিদ্ধ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে তা বাস্তবায়নের ওপর জোর দেন। আল-জাজিরা জানায়, গতকাল রবিবার মুসলিম বিশ্বের নিন্দার মুখে কোরআন পোড়ানোর ঘটনাকে ‘ইসলামবিদ্বেষী মনোভাব’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে সুইডিশ মন্ত্রণালয় এ ধরনের ইসলামোফোবিক কর্মকাণ্ড মুসলমানদের জন্য আক্রমণাত্মক হতে পারে বলে জানিয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে এক ইরাকি যুবক ও তাঁর সহযোগী ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাঁদের এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় সুইডেনের একটি আদালত। কোরআন অবমাননা করার জন্য ওই ইসলামবিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : আল-জাজিরা ও আরব নিউজ</span></span></span></span></p>