<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী সপ্তাহে ৪০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। এর মাধ্যমে এক হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। গতকাল সোমবার রাজধানীর এক হোটেলে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রুফটপ সোলার সিস্টেম : সম্ভাবনা এবং সুবিধা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক কর্মশালায় জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন। কর্মশালাটির আয়োজক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল)। কর্মশালায় বক্তারা জানান, গ্রিডের বিদ্যুতের চেয়ে সৌরবিদ্যুতের খরচ অর্ধেকের কম। শিল্পের উদ্যোক্তাদের সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোগ নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে ফাওজুল কবির খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিনকে দিন দেশে গ্যাসের সরবরাহ কমায় এখন থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ওপর আলাদা গুরুত্বারোপ করা হবে।</span></span></span></span></p>