<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস। প্রতিষ্ঠানটির আওতাধীন কালীগঞ্জ, আগানগর, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাঁদনী হাউজিং, হরিহরপাড়া, এনায়েতনগর, ফতুল্লা, চাষাঢ়া, আটি হাউজিং, সিদ্ধিরগঞ্জ, তিনগাঁও, বাজবি, দুপ্তারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, মজিদপুর, জামসিং ও সাভার এলাকায় এ অভিযান চালানো হয়েছে। এ ছাড়া সারদাগঞ্জ, কাশিমপুর, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর, কড্ডা, কোনাবাড়ী গাজীপুর, ধানমণ্ডি, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কম্পানির জনবলের মাধ্যমে গত ৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৬টি শিল্প, ২৭টি বাণিজ্যিক, তিন হাজার ১৮৯টি আবাসিকসহ মোট তিন হাজার ২৬২টি অবৈধ গ্যাস সংযোগ ও সাত হাজার ৯৮৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া ওই অভিযানগুলোতে ১৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।</span></span></span></span></p>