<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। তাঁদের দাবিগুলো বাস্তবায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) দ্রুত পদক্ষেপ গ্রাহণ করেছে বলে জানা গেছে। দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি গঠনের মাধ্যমে বিআরইবি গ্রাহকদের বিদ্যুেসবা প্রদান করে আসছে। বর্তমানে গ্রাহকসংখ্যা প্রায় তিন কোটি ৬০ লাখ, যা দেশের মোট গ্রাহকের প্রায় ৮০ শতাংশ। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরইবি থেকে বলা হয়, ৫ জুলাই বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে বিআরইবি দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।</span></span></span></span></span></p>