<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রাম বন্দর দিয়ে ফ্যাব্রিকস ঘোষণা দিয়ে আনা ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনারে পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ। এই চালানে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের আমদজী ইপিজেডের প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটকের দায়িত্বে থাকা সংস্থা চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রাম কাস্টম সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড চালানটি আমদানি করে। তারা চীন থেকে এক কনটেইনার ফ্যাব্রিকস আমদানি করবে বলে ঘোষণা দিয়েছিল। চালানটি খালাসের জন্য বিল অব অ্যান্ট্রি দাখিল করে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে চালানটিতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয় আগেই টের পেয়েছিলেন কাস্টমসের কর্মকর্তারা। এ কারণে গতকাল রাত ১২টার দিকে চালানসংশ্লিষ্ট কনটেইনার ফোর্স কিপ ডাউন করে দেওয়া হয়। তখন চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কায়িক পরীক্ষায় ২০ ফুটের একটি কনটেইনারে এক হাজার ১১৪ কার্টনে ১১ হাজার ৬৭৬ লিটার মদ পায়। চালানটির বিল অব এন্ট্রি (সি-৩১৭৪১০) ২০২৩ সালের ১৮ ডিসেম্বর দাখিল করেছে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আটককৃত পণ্যের চালানের আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য প্রায় দুই কোটি টাকা এবং এর বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>